সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ আগস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৪ আগস্ট ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জেরুজালেমে বন্দুক হামলা, আহত ৮

জেরুজালেমের বিভিন্ন স্থানে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। জরুরি সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) ১ টা ২৪ মিনিটে ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের নিকটে একটি বাস ও একটি কার পার্কিংয়ের এলাকায় ফাঁকা গুলি ছোড়া হয়।

সালমান রুশদিকে নিয়ে টুইট, হত্যার হুমকি পেলেন হ্যারি পটারের লেখক

নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ব্রিটিশ সাহিত্যিক সালমান রুশদি। তার ওপরে হওয়া হামলায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে এবার হামলার হুমকি পেলেন আরেক বিশ্বখ্যাত সাহিত্যিক হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিং। তার করা একটি টুইটের কারণেই সরাসরি হুমকি দিয়ে লেখা হলো, ‘এরপর আপনার পালা’।

এবার তাইওয়ান গেলেন মার্কিন আইনপ্রণেতাদের একটি দল

চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ান সফরে গেলেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল।রোববার (১৪ আগস্ট) দলটি তাইওয়ানে পৌঁছায়। জানা গেছে, তারা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করবেন। চীনের ধারাবাহিক সামরিক মহড়ার মধ্যেই মার্কিন দলটি সেখানে গেলো। এর আগে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা তৈরি হয়, যা এখনো অব্যাহত রয়েছে। খবর রয়টার্সের।

জার্মানি-পোল্যান্ডের নদীতে মারা যাচ্ছে মাছ

জার্মানি ও পোল্যান্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ওডার নদী। এই নদীতেই ছড়িয়ে পড়েছে অজানা বিষাক্ত পদার্থ। এতে নদীর অসংখ্য মাছ মরে ভেসে উঠছে। জার্মানির ব্র্যান্ডেনবার্গ রাজ্যের পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিশরে গির্জায় ভয়াবহ আগুন, নিহত ৪১

মিশরের একটি গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫৫ জন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজধানী কায়রোর কাছের একটি শহরে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। এক শীর্ষ রুশ কর্মকর্তা বলেছেন, মস্কো ওয়াশিংটনকে সতর্ক করেছে যে, মার্কিন সিনেট যদি রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ দেশ হিসেবে চিহ্নিত করে আইন পাস করে তবে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি সম্পর্ক ছিন্নও হতে পারে।

চীনের সাংহাই শহরে স্কুল খোলার প্রস্তুতি

চীনের সাংহাই শহরে পুনরায় স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে সেখানে সব ধরনের স্কুল বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল পুনরায় খুলে দেওয়া হবে। রোববার সাংহাই মিউনিসিপ্যাল এডুকেশন কমিশনের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ক্যাম্পাস ছাড়ার আগে শহরের সব শিক্ষক এবং শিক্ষার্থীকে প্রতিদিন করোনাভাইরাসের জন্য নিউক্লিক অ্যাসিড টেস্ট করতে হবে।

করোনা বিপর্যস্ত ভারত-বাংলাদেশের পর্যটন ব্যবসা ঢেলে সাজানোর উদ্যোগ

ভারত ও বাংলাদেশের পর্যটন ব্যবসাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য দুই দেশের পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে শিলিগুড়ি উত্তরা টাউনশিপের সিঙ্গালিলা ক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় সব আলোচনার শ্বেতপত্র প্রস্তাব আকারে দুই দেশের পর্যটন ব্যবসায়ীরা তাদের নিজের দেশের পর্যটন দপ্তরে পাঠাবে বলে ঠিক করা হয়েছে।

যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমার মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতীয় কিষাণ মঞ্চের (বিকিএম) জাতীয় সভাপতি তথা জনস্বার্থ মামলাকারী দেবেন্দ্র তিওয়ারিকেও হুমকি দেওয়া হয়েছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।