ফের নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণ চেষ্টা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

আবারও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা বাতিল করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহাকাশে রকেটটি পাঠাতে ব্যর্থ হলো সংস্থাটি। যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটছে বলে জানা গেছে।

চাঁদের উদ্দেশ্য শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করার কথা ছিল।

বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে মিশন ব্যবস্থাপকরা একটি আবহাওয়ার ব্রিফিং পান। এরপরই এটির উৎক্ষেপণ কার্যক্রম শুরু হয়েছিল।

এর আগে অর্থাৎ প্রথমবার ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় চাঁদে রকেটটি উৎক্ষেপণ স্থগিত করে নাসা। স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩) আর্টেমিস-১ বা স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান।

উৎক্ষেপণের আগে রকেটের চারটি ইঞ্জিনের একটিতে কাজ করতে পারছিল না নাসার দল। এরপরই উৎক্ষেপণ বাতিল করা হয়।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।