১০ হাজার কর্মী নেবে কাতার এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কর্মীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। নতুন করে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি। তাছাড়া করোনা মহামারির পর সার্বিক কার্যক্রমও বাড়িয়েছে এটি। খবর রয়টার্সের।

দোহাভিত্তিক কোম্পানিটি এরই মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মী সংখ্যা বর্তমানের প্রায় ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৫৫ হাজার করা হবে।

চলতি সপ্তাহে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, করোনা মহামারি কাটিয়ে ভালো প্রবৃদ্ধি পথে রয়েছে কাতার এয়ারওয়েজ। এখন বিশ্বকাপ সামনে রেখে পুরোদমে কর্মী নিয়োগ করা হচ্ছে।

তবে বর্তমান নিয়োগের ক্ষেত্রে কতগুলো পদ স্থায়ী হবে সে সম্পর্কে কিছু জানায়নি এয়ারলাইনটি। ২০২০ সালে করোনা মহামারি শুরু হয়। এরপর ২০২১ সালে কাতার এয়ারওয়েজ কর্মীর সংখ্যা কমিয়ে ৩৭ হাজারের নিচে নামিয়ে আনে। এছাড়া ৩৩টির বেশি শহরে তাদের অপারেশন বন্ধ থাকে। তবে এখন পুরোদমে কার্যক্রম শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন ও ভারতে এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। অন্যান্য দেশে সেপ্টেম্বরের শেষের দিকে হবে।

এর আগে কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনে আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। একদিন এগিয়ে আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের খেলা।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।