পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান বিক্রি ওবামার, অসন্তুষ্ট ভারত


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ওবামা প্রশাসন পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রকাশ করেছে ভারত। এমনকি অসন্তোষ প্রকাশে মার্কিনি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে রীতিমত বিবৃতিও জারি করেছে।

শনিবার বিবৃতি জানানো হয়েছে, “ওবামা প্রশাসনের পাকিস্তানকে ৮টি যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে আমরা হতাশ। এই অস্ত্রের জোগান সন্ত্রাস কমাবে বলে যে দাবি করছে মার্কিন সরকার, আমরা সেটা মানি না।”

নয়াদিল্লির মতে, গত কয়েক বছর সীমান্তের ও পারে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে মদত জুগিয়ে এসেছে, তার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি টেকে না।

যদিও ওবামা প্রশাসনের যুক্তি, তাদের পাকিস্তানকে যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্ত উপমহাদেশের মৌলিক সামরিক ভারসাম্য মোটেও নষ্ট করবে না। উল্টে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।