জাবিতে বসন্তবরণ ও মেহেদী উৎসব উদযাপিত


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

পহেলা ফাল্গুনে বসন্তবরণ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব ও বিশ্ববিদ্যালয়ের ভ্রমণপিপাসুদের সংগঠন এক্সপ্লোরার্স এর আয়োজনে ‘মেহেদি উৎসব ’ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়।

বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও মেহেদী উৎসবের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শাহনাওয়াজ।

bosonto
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু দায়েনের সভাপতিত্বে বসন্তবরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘বসন্ত পুরনো জীর্ণতা জেড়ে ফেলে নতুন শক্তি নিয়ে নতুন রূপে আবির্ভাব ঘটার শিক্ষা দেয়। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

দিনব্যাপী বসন্তবরণ উৎসবে আরো ছিল, আলোচনা অনুষ্ঠান, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, আনন্দ শোভাযাত্রা এবং বসন্তে কবিতা পাঠ।

bosonto
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।

দুপুর দুইটায় শেষ হয় মেহেদী উৎসব পরে বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এক্সপ্লোরার্স এর আয়োজনে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। মেহেদী উৎসব অংশগ্রহণকারীদের মধ্যে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শেষ হয়।

bosonto
মেহেদী বরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল হোসেন ভূঁইয়া, এক্সপ্লোরার্স এর সভাপতি মাহবুবুল হাসান প্রমুখ।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।