পুলিশের উপর আস্থা ফেরাতে ওবামার উদ্যোগ


প্রকাশিত: ০৪:০১ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রে পুলিশ সদস্যদের আরও বেশি পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহারের আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। সেন্ট লুইসের ফার্গুসনে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তিনি এই আহবান জানান।

ওবামা বলেন, টহলে থাকার সময় আরও ৫০ হাজার পুলিশ সদস্যরা যেন একটি ক্ষুদ্র ভিডিও ক্যামেরা পরিধান করতে পারেন, সেজন্যে তিনি সাড়ে সাত কোটি ডলার বরাদ্দ করবেন।

নিরস্ত্র ঐ কৃষ্ণাঙ্গ কিশোর, মাইকেল ব্রাউনের ওপর যে পুলিশ সদস্য গুলি চালিয়েছিলেন, তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন করে ফার্গুসনে সহিংস প্রতিবাদের পর ওবামা এ আহবান জানালেন। এর আগে তিনি নাগরিক অধিকার নেতাদের সাথে একটি বৈঠক করেন।

পুলিশের ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য আগামী তিন বছরব্যাপী সাড়ে বাইশ কোটি ডলারের একটি প্রকল্পেরও প্রস্তাব করেন বারাক ওবামা। এই প্রস্তাবটি অর্থায়নের জন্য তিনি কংগ্রেসের প্রতিও আহবান জানান।

বারাক ওবামার প্রস্তাবিত তহবিল দিয়ে পুলিশ বাহিনীর জন্য ৫০ হাজার পরিধানযোগ্য ক্যামেরা কেনা হবে এবং একইসাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারের জন্যও এই অর্থ ব্যয় করা হবে। ফার্গুসনের সহিংস প্রতিবাদের সময় ভাংচুরের শিকার হয় স্থানীয় পুলিশের এই গাড়িটি।

পরিধানযোগ্য এসব ক্যামেরার মাধ্যমে পুলিশ এবং সাধারণ মানুষের মাঝে সংঘর্ষের ঘটনার প্রমাণ পাওয়া যাবে, বিশেষ করে ফার্গুসনের মতো বিতর্কিত ঘটনাগুলিতে।

ফার্গুসনের কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করার জন্য গ্র্যান্ড জুরি শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে অভিযুক্ত করতে ব্যর্থ হবার পর শহরটিতে নতুন করে দাঙ্গা শুরু হয়। খুব দ্রুতই যুক্তরাষ্ট্র জুড়ে এনিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।