আবারও করোনা আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বাড়িতে থেকেই কাজ করবেন।
গত অক্টোবরে করোনা সংক্রমিত লোকজনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার করে দেশটির সরকার।
এক বিবৃতিতে আলবানিজ বলেছেন, ‘আমি অসুস্থ যে কাউকে পরীক্ষা করাতে এবং তাদের পরিবার ও প্রতিবেশীদের ভালো রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করছি।’
প্রধানমন্ত্রী আলবানিজের আগামী ১২-১৩ ডিসেম্বর, দুই দিনের সফরে পাপুয়া নিউগিনি যাওয়ার কথা রয়েছে।
এক দশক পর অস্ট্রেলিয়ায় আবারও সরকার গঠন করে লেবার পার্টি। গত মে মাসের ভোটে প্রধানমন্ত্রী পদে বেসরকারিভাবে জয়ী হন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৮৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৪ জন। সোমবার (৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।
সূত্র: রয়টার্স
এসএনআর/এমএস