মিসরে মুরসির ১৮৮ সমর্থকের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

মিসরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১৮৮ সমর্থককে মঙ্গলবার মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিবিসির।

২০১৩ সালে কায়রোর কাছে একটি পুলিশ স্টেশনে হামলার দায়ে তাদের এই শাস্তি দেওয়া হয়। ওই ঘটনার দিনই মুরসি সমর্থকদের একটি শিবির গুঁড়িয়ে দেয় দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় শতাধিক মুরসি সমর্থক নিহত হন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৪০ জনই কারাগারে রয়েছেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১৩ সালের ১৪ আগস্ট কের্দাসা গ্রামে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে অন্তত ১১ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন।

একই দিন মিনিয়ার একটি পুলিশ স্টেশনে হামলার দায়ে এর আগে ৫০০’রও বেশী লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটিতে ২০১৩ সালে সেনা শাসনবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বহু ইসলামপন্থীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এখনো তা কার্যকর করা হয়নি। সর্বশেষ এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।