প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২
প্যারিসের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি বন্দুক হামলার ঘটনা ঘটে /ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজনের অবস্থাও খারাপ।

জানা যায়, সন্দেহভাজন ওই ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে ছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ।

পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রসিকিউটররা জানান, তারা এরই মধ্যে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

এদিকে, এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক দোকানি বলেন, হঠাৎ গুলির শব্দে সবাই ভয় পেয়ে যান। অনেকে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। আমরা সঙ্গে সঙ্গে দোকান বন্ধ ভেতরে অবস্থান করি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে মানুষের চেঁচামেচি ও ছোটাছুটিতে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

ইমানুয়েল বুজেনান নামের এক স্থানীয় বাসিন্দা জানান, সন্দেহভাজন লোকটিকে একটি সেলুন থেকে গ্রেফতার করা হয়। ওই সেলুনে আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতেও দেখা যায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে অবস্থান করা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। এ অবস্থাতেই সবাই পুলিশের উদ্দেশে চিৎকার করে সেলুনের দিকে ইশারা করেন।

ইমানুয়েল আরও বলেন, আমরা পুলিশকে বলি, হামলাকারী সেলুনের ভেতরে রয়েছেন। আপনারা সেলুনের ভেতরে যান। 

সূত্র : বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।