চেচনিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ৯


প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪
ফাইল ফটো

রুশ নিয়ন্ত্রিত চেচনিয়ায় ‘সন্ত্রাসী’দের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ৯ জন নিহত হয়েছে। চেচান রাজধানী গ্রজনিতে বৃহস্পতিবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জন পুলিশ সদস্য ও বাকিরা বন্দুকধারী সন্ত্রাসী। স্থানীয় নেতার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন মস্কোতে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তার আগে এ ধরনের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল চেচনিয়ায়। এক দশক আগে বিদ্রোহীদের দমনে চেচনিয়ায় সৈন্যদল পাঠিয়েছিলেন পুতিন।

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ইন্সটাগ্রামে চেচনিয়ার ক্রেমলিনপন্থী নেতা রমযান কাদিরভ লিখেছেন, টহলরত পুলিশের গাড়ি লক্ষ্য করে অতর্কিতে গুলি ছুঁড়ে বন্দুকধারীরা। এতে পুলিশের তিন কর্মকর্তা নিহত হন। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ছয় বন্দুকধারী নিহত হয়।

বন্দুকযুদ্ধের সময় স্থানীয় গণমাধ্যমের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে বলা হয়। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মস্কোতে বলেছেন, গ্রজনিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এর বেশি কিছু জানাননি তিনি।

এদিকে রাশিয়ার অন্যতম বার্তা সংস্থা তাস কাদিরভকে উদ্ধৃত করে জানিয়েছে, গ্রজনির একটি স্কুলের ভেতর কয়েকজন বন্দুকধারী রয়েছে। কাউকে তারা জিম্মি করে রেখেছে কিনা তা পরিষ্কার নয়।

প্রসঙ্গত, ১৯৯৪-৯৬ এবং ১৯৯৯-২০০০—দুই দফা যুদ্ধে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হারিয়ে গ্রজনির ওপর ভালোই নিয়ন্ত্রণ রেখেছেন ক্রেমলিন সমর্থিত নেতা কাদিরভ। তবে সময়ের সঙ্গে চেচনিয়ায়, বিশেষ করে দেশটির উত্তরে ককেসাসে ইসলামী বিদ্রোহ বিবর্তিত হয়েছে।

গত অক্টোবরে গ্রজনিতে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছিল, আহত হয়েছিল অন্তত আরও ১২ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।