তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প

নিজেদের তিন নাগরিক নিখোঁজের তথ্য জানালো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই তিন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে একটি বিবৃতি দেওয়ার সময় এমন দাবি করেন দেশটির পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি।

তিনি বলেন, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আমাদের তিনজন নাগরিক নিখোঁজ রয়েছেন। তাছাড়া ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে অবস্থানরত অন্তত ৩৫ ব্রিটিশ নাগরিক এ ভূমিকম্পের কবলে পড়েছেন। আশা করছি, আমাদের নাগরিকদের হতাহতের সম্ভাবনা কম থাকবে।

আরও পড়ুন>> ভূমিকম্পের পর তুরস্কে ঘানার জাতীয় দলের ফুটবলার নিখোঁজ

এর আগে ভূমিকম্পের পর থেকে তুরস্কে অবস্থান করা ঘানার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান আটসুর নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। অবশ্য পরে তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড তুর্কিশ সুপার লিগে খেলতে দেশটিতে অবস্থান করছিলেন।

জানা যায়, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে তিন হাজার ৫৪৯ জন নিহতের হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় সম্মিলিত নিহতের সংখ্যা পাঁচ হাজার ১৫১ তে উন্নীত হয়েছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন>> সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্ম নিলো ফুটফুটে শিশু

সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেসময় দেশ দুটির অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে, তুরস্ক, সিরিয়ার পাশাপাশি সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, মিশরেও অনুভূত হয়েছে ভূমিকম্পটি। এর কয়েক ঘণ্টার মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শতাধিক আফটারশক আঘাত হেনেছে ওই অঞ্চলে।

এদিকে, তুরস্কের ১০ শহরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। এর আগে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছিলেন এরদোয়ান।

আরও পড়ুন>> ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় জাতিসংঘের সহায়তা পাঠানো স্থগিত

এ সংক্রান্ত এক বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত ৭০টি দেশ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছে। তাছাড়া সরকার পশ্চিমে আন্টালিয়ার পর্যটনকেন্দ্রগুলোতে হোটেল খোলার পরিকল্পনা নিয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকেরা অস্থায়ীভাবে সেখানে বসবাস করবেন।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রামমাণ ঘর পাঠানোর কথা জানিয়েছে কাতার। এর পাশাপাশি ১২০ জনের উদ্ধারকারী দল, ভ্রাম্যমাণ হাসপাতাল বা মাঠ হাসপাতাল তৈরির সরঞ্জাম ও মানবিক সাহায্য পাঠানোর কথা জানিয়েছে কিছুদিন আগেই ফুটবল বিশ্বকাপ আয়োজন করা মধ্যপ্রাচ্যের এ দেশ।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।