‘বনের রাজা’ পানিতে পড়লে জলহস্তীও মারতে আসে!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৬ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

বনের রাজা সিংহ এ কথা কে না জানে! সুগঠিত শরীর, প্রচণ্ড শক্তি আর ক্ষীপ্রতার জন্য বন্যপ্রাণীর জগতে সিংহকে অঘোষিত রাজা বলে মেনে নিয়েছে সবাই। সিংহ গর্জন করলে ভয়ে কেঁপে ওঠে জঙ্গলের বেশিরভাগ পশু-পাখি। কিন্তু সেই ‘রাজা’ যদি পানিতে নামে, তাহলে? সেখানে কিন্তু সিংহের হম্বিতম্বি চলবে না। সিংহ বনের রাজা হতে পারে, জলাশয়ের নয়। এই পরিবেশের রাজা জলহস্তী! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও অন্তত সেই কথাই বলবে।

বাংলায় একটা প্রবাদ রয়েছে, ‘হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে’। প্রচুর ক্ষমতাধর কেউ বিপদে পড়লে ক্ষমতাহীন লোকও তাকে তুচ্ছতাচ্ছিল্য করে, এড়িয়ে চলে- এমন পরিস্থিতি বোঝাতে এই প্রবাদটি ব্যবহার করা হয়। তবে এটি যে একেবারে অকল্পনীয় কিছু নয়, সেটি প্রমাণ করে দিয়েছে সিংহ ও জলহস্তীর সেই ভিডিও।

আরও পড়ুন>> তুরস্কে ভূমিকম্প: উদ্ধারকারীর পিছু ছাড়ছে না বিড়ালটি

এতে দেখা যায়, অগভীর নদীর মধ্যে একটি পাথরের ওপর বসে রয়েছে একটি সিংহ। তার আশপাশে জড়ো হয়েছে একদল জলহস্তী। রাগে রীতিমতো ফুঁসছে তারা। কিছুক্ষণ পরেই একটি জলহস্তী সিংহটির ওপর চড়াও হয়। বিশাল মুখ হা করে সিংহটিকে কামড় দিতে উদ্যত হয় বিশালাকার হিংস্র প্রাণীটি।

এ অবস্থায় প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে পানিতে লাফিয়ে পড়ে সিংহটি। দ্রুত সাঁতার কেটে তীরে ওঠার চেষ্টা করে সে। কিন্তু মাঝপথে হঠাৎ আরেকটি জলহস্তীর আক্রমণ। এটি এতক্ষণ পানির নিচে ডুবে ছিল। সিংহটি কাছে যেতেই তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে জলহস্তীটি।

কিন্তু ভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি ছাড়াই পালিয়ে আসতে সক্ষম হয় ‘বনের রাজা’। তবে সে কীভাবে ওই পাথরের ওপর পৌঁছালো তা জানা যায়নি। এ ঘটনার ভিডিওটি গত ১৫ মার্চ আপলোড করা হয়েছে লেটেস্ট সাইটিংস নামে একটি ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন>> খাবার পেতে কুকুর-বাজপাখির লড়াই

জানা গেছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। ভিডিও শেয়ার হওয়ার পরপরই বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাত্র একদিনে ২১ লাখের বেশিবার এটি দেখা হয়েছে। ভিডিওর নিচে মন্তব্য করেছেন প্রায় ছয়শ’ ব্যবহারকারী।

একজন লিখেছেন, প্রকৃতি কখনোই অভিভূত করা বন্ধ করে না। জলহস্তী একটি সিংহকে আক্রমণ করা প্রকৃতির অনিশ্চিত বৈশিষ্ট্যেরই প্রমাণ৷

আরেকজন লিখেছেন, আগে কী হয়েছিল তা দেখতে না পাওয়া হতাশাজনক। সিংহটি কীভাবে ওখানে গেলো?

আরও পড়ুন>> ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরার আহ্বান

তৃতীয় একজন লিখেছেন, বিষয় হলো, ‘বনের রাজা সিংহ’ এই ধারণাটি মানুষের সৃষ্টি, বন্যপ্রাণীদের নয়। বনে সবাই নিজ নিজ প্রাণ হাতে নিয়ে বাঁচে। সেখানে প্রতিটি শিকারি বড় শিকারির হাতে শিকার হচ্ছে।

বিবিসি’র তথ্যমতে, জলহস্তী হলো বিশ্বের সবচেয়ে মারাত্মক বৃহৎ স্থলবাসী স্তন্যপায়ী প্রাণী। আফ্রিকায় প্রতি বছর আনুমানিক পাঁচশ মানুষ জলহস্তীর আক্রমণে প্রাণ হারান। এটি খুবই আক্রমণাত্মক প্রাণী এবং এদের অনেক বড় ও ধারালো দাঁত রয়েছে। জলহস্তী নিজের ত্বক শীতল রাখতে বেশিরভাগ সময় পানিতে কাটায়। তাই তারা যেখানে বেশি পানি রয়েছে, এমন স্থানে বসবাস করে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।