সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৭ মার্চ ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

হয় ইমরান খান মরবে না হয় আমরা: পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরান খান পাকিস্তানের রাজনীতিকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন, যেখানে হয় তার অস্তিত্ব থাকবে, নাহয় ক্ষমতাসীনদের। হয় তিনি মরবেন, না হয় সরকারদলীয় নেতারা। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় ১৮৪ রোহিঙ্গা

মিয়ানমারের আরাকান প্রদেশ ও বাংলাদেশের টেকনাফের শরণার্থী শিবির থেকে ১৮৪ জন রোহিঙ্গা নাগরিক নৌপথে ইন্দোনেশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। রোববার (২৬ মার্চ) গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো পূর্ব আচেহ জেলায় পৌঁছায়।

ভারতে সোনার দামে সর্বকালের রেকর্ড, নেই ক্রেতা

সোনার বাজারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা ভারত। দেশটিতে সারা বছর সোনার চাহিদা থাকলেও এপ্রিল মাসে তা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু সম্প্রতি ভারতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় মুখ ঘুরিয়ে নিচ্ছেন ক্রেতারা। সোনার বাজারে কী ঘটে তা দেখার জন্য অপেক্ষা করছেন তারা।

নেপালে মাঝআকাশে সংঘর্ষ এড়ালো দুই প্লেন, কন্ট্রোলাররা বরখাস্ত

নেপালে আবারও ঘটতে চলেছিল ভয়ংকর প্লেন দুর্ঘটনা। মাঝআকাশে দুটি প্লেনের মধ্যে সংঘর্ষ প্রায় ঘটেই গিয়েছিল। ‘ওয়ার্নিং সিস্টেম’র কারণে এ যাত্রায় কোনোমতে রক্ষা! অবতরণের অপেক্ষায় থাকা দুটি প্লেনের মধ্যে দূরত্ব যে দ্রুত শূন্যে নেমে আসছিল, তা খেয়ালই করেননি কাঠমান্ডু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা (এটিসি)। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জেরে দুই কন্ট্রোলারকে বরখাস্ত করেছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)।

প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। রোববার (২৬ মার্চ) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

ইসরায়েলি নেতাদের দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি নেতাদের খুব দ্রুত সমঝোতায় আসার জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া রোববার (২৬ মার্চ) প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার প্রতিক্রিয়ায় ইসরায়েলে শুরু হওয়া ব্যাপক প্রতিবাদ ও সম্প্রতি ঘটতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র এড্রিয়েন ওয়াটসন।

রমজানেই বৈঠকে বসছে সৌদি আরব-ইরান

পবিত্র রমজান মাসেই সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। চীনের মধ্যস্থতায় একটি যুগান্তকারী দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের জন্য রমজান মাসের শেষ দিকে দেখা করতে সম্মত হয়েছেন দু-দেশের শীর্ষ কূটনীতিকরা।

রমজানেও চা-রুটি ছাড়া কিছুই জুটছে না আফগানদের

পবিত্র রমজান মাস বিশ্বের মুসলিমদের কাছে অনন্য। পুরো মাস আনন্দের সঙ্গে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আফগানিস্তানের অর্থনৈতিক দুদর্শার কারণে দেশটির সাধারণ মানুষ এই রোজার মাসেও কষ্টে দিন পার করছেন। অনেকের খাবার প্লেটে জুটছে শুধু চা আর রুটি।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণে নিহত ৬

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আবারও দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। সোমবার (২৭ মার্চ) মিসাইল ছোড়ার কথা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সিউল ও ওয়াশিংটনের পাঁচ বছরের মধ্যে বৃহত্তম সামরিক মহড়া চালানোর কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হলো।

এসএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।