রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৪ মে ২০২৩
ছবি সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সেখানে আগুন ধরে যায়। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানায়।

তাসের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে নভোরোসিয়েস্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি শোধনাগারে।

এর আগে বুধবার (৩ মে) রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের পশ্চিমে আরও একটি জ্বালানি ডিপোতে আগুন লাগে। এটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের সংযোগকারী একটি সেতুর কাছে।

এদিকে বৃহস্পতিবার সকালের দিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে জাপোরিঝজিয়া ও ওডেসা বন্দরে।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাছাড়া ক্রেমলিনের কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেমলিন এই পদক্ষেপকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিজয় দিবসকে সামনে রেখে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।