সৌম্য সরকারকে হারালো বাংলাদেশ


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৯ মার্চ ২০১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে মুল পর্বে উঠার লড়াইয়ে বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন হয়েছে। দলীয় ১৮ রানে বিদায় নিয়েছেন ওপেনার সৌম্য সরকার। পল ফন মেকেরেনের করা চতুর্থ ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান  তিনি। আউট হওয়ার আগে ১৩ বলে ১৫ রান করেন এ ড্যাশিং ওপেনার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ২১ রান। ৫ রান নিয়ে ব্যাট করছে তামিম ইকবাল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন সাব্বির রহমান।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।