মাঝ আকাশে প্লেনের মেঝেতে প্রস্রাব, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৩ জুলাই ২০২৩

দুনিয়াজুড়েই আজব কাণ্ডে ঘটনাবহুল হয়ে উঠছে প্লেনযাত্রা। গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় মাঝ আকাশে প্লেনে প্রস্রাবের একাধিক ঘটনা সামনে এসেছে। ফের একই ধরনের ঘটনা ঘটলো মার্কিন বিমান সংস্থার এক ফ্লাইটে। এক নারী যাত্রীর বিরুদ্ধে প্লেনের মেঝেতে প্রস্রাব করার অভিযোগ উঠেছে।

তবে ওই নারীর অভিযোগ, বিমানকর্মীরা তাকে প্লেনের মেঝেতে প্রস্রাব করতে বাধ্য করেছেন। কারণ তাকে ওয়াশরুম ব্যবহার করতে বাধা দেওয়া হয়। 

আরও পড়ুন>আটলান্টিকে অনাহারে মরছে পেঙ্গুইন, ভেসে এলো হাজার হাজার দেহ

মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সে এই ঘটনা ঘটেছে। ওই যাত্রী অভিযোগ করেছেন, তিনি ওয়াশরুম ব্যবহারের জন্য ঘণ্টা দুয়েক অপেক্ষা করেন। এরপর নিজেকে সামলাতে পারেননি। প্লেনের মেঝেতে প্রস্রাব করে ফেলেন। 

ঘটনার ভিডিও রেকর্ড করেন এক বিমানকর্মী। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, প্লেনের মেঝেতে বসে প্রস্রাব করছেন তিনি। ওই অবস্থায় বিমানকর্মীদের সঙ্গে তার কথাকাটাকাটিও চলছে। ভিডিও দেখে কেউ কেউ যেমন বিমানসংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, তেমন অনেকে নারীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন>অভিনব কায়দায় আড়াই টন টমেটোসহ ট্রাক ছিনতাই দম্পতির

এর আগে, গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার প্লেনে দিল্লি ফেরার সময় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার কম্বলে প্রস্রাব করেন এক ব্যক্তি। পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। আপাতত জামিনে মুক্ত তিনি। এরপর এই ঘটনার ছায়া দেখা গিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে। নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী প্লেনে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল ওই যাত্রীর বিরুদ্ধে। এবার নারী যাত্রী প্রস্রাব করলেন প্লেনের মেঝেতে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।