আফগানিস্তানে বন্যায় ২৬ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৩ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টিতে আফগানিস্তানের মধ্যাঞ্চলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ রোববার (২৩ জুলাই) তালেবান সরকারের একজন মুখপাত্র এসব তথ্য জানান।

এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, খবর পেয়েছি, মেইদন ওয়ারদাক প্রদেশে বন্যার ফলে ২৬ জন মারা গেছে ও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছে। বিষয়টি খুবই দুঃখের।

‘তবে আমাদের উদ্ধারকারীরা কাজ শুরু করেছে। আশা করি খুব দ্রুতই আমরা নিখোঁজদের উদ্ধারে সক্ষম হবো। তাছাড়া দুর্যোগকবলিত জালরেজ জেলায় এরই মধ্যে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে।’

মেইদন ওয়ারদাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, শুক্রবার (২১ জুলাই) থেকে বন্যায় দেশব্যাপী মোট ৩১ জন নিহত হয়েছে। টানা বৃষ্টিতে জালরেজের ৬০৪টি বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া শত শত একর কৃষিজমি ডুবে যাওয়ায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

jagonews24

এদিকে, বন্যার কারণে রাজধানী কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের সংযোগকারী মহাসড়ক পানির নিচে রয়েছে। এতে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

আফগানিস্তান শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। তবে বর্ষা মৌসুমে হঠাৎ ভারী বৃষ্টি হলে বন্যা দেখা দেয়। গত চার মাসে দেশব্যাপী ঘটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২১৪ জন আফগান প্রাণ হারিয়েছেন।

এর আগে, ২০২২ সালের আগস্টের দিকে হওয়া বন্যায় আফগানিস্তানে ১৮০ জনের মৃত্যু হয়। সেসময় বন্যার ফলে বাস্তুচ্যুত হন অন্তত ৩ হাজার মানুষ। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক বছর ধরেই এমন বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে দেশটির দরিদ্র গ্রামাঞ্চলে ক্ষয়ক্ষতি আরও বেশি।

সূত্র: আল অ্যারাবিয়া

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।