জামায়াতের ঢিলেঢালা হরতাল


প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৮ মার্চ ২০১৬

সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সোমবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (২৭ মার্চ) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল  ডা. শফিকুর রহমান।

সোমবার হরতাল চলাকালে রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ঝটিকা মিছিলের খবর পাওয়া গেলেও জামায়াত-শিবির নেতা-কর্মীদের তেমন কোন তৎপরতা চোখে পড়েনি।
 
বিজ্ঞপ্তিতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ মানুষই মুসলমান। দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই রাষ্ট্রধর্ম রয়েছে। সরকার যদি সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দেওয়ার উদ্যোগ নেয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনোই মেনে নেবে না।
 
প্রেস বিজ্ঞপিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।