যুক্তরাষ্ট্রের টেক্সাসে বৃহত্তম দাবানল, পুড়ে ছাই ১০ লাখ একর বন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০২ মার্চ ২০২৪

নিজেদের ইতিহাসে বৃহত্তম দাবানলের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। এতে এরই মধ্যে ১০ লাখ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, মারা গেছেন অন্তত দুইজন। ভয়াবহ আগুন মোকাবিলায় হিমশিম খাচ্ছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো।

টেক্সাস এঅ্যান্ডএম ফরেস্ট সার্ভিস জানিয়েছে, টেক্সাস প্যানহ্যান্ডেল নামে পরিচিত রাজ্যের উত্তরাঞ্চলজুড়ে পাঁচটি বড় দাবানল চলছে। অসময়ের উষ্ণ শীত এবং প্রচণ্ড বাতাস আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বড় স্মোকহাউস ক্রিক দাবানলটি শুরু হয়েছিল গত সোমবার। এটি রেকর্ড ১০ লাখ ৭৫ হাজার একরজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এর মাত্র তিন শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন>>

স্মোকহাউস ক্রিক আরেকটি দাবানলের সঙ্গে মিশে যাওয়ায় সেটি এখন রাজ্যের সর্ববৃহৎ দাবানলে পরিণত হয়েছে। এটি ২০০৬ সালের ইস্ট অ্যামারিলো কমপ্লেক্স বিপর্যয়কেও ছাড়িয়ে গেছে। ওই দাবানলে ভস্মিভূত হয়ে গিয়েছিল টেক্সাসের প্রায় ৯ লাখ ৭ হাজার একর বনভূমি।

হাচিনসন কাউন্টির জরুরি সেবার মুখপাত্র এবিসি নিউজকে জানিয়েছেন, একাধিক এলাকায় প্রতিরোধমূলক স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও স্টিনেট শহরে ৮৩ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে। শহরটির অন্তত ২০টি স্থাপনা আগুনে ধ্বংস হয়ে গেছে।

গভর্নর গ্রেগ অ্যাবট গত মঙ্গলবারই টেক্সাসের ৬০টি কাউন্টিতে দুর্যোগকালীন পরিস্থিতির ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন>>

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পরিদর্শনকালে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, টেক্সাসে অন্তত ৫০০ জন ফেডারেল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন শহরে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। অনেক জায়গার বাসিন্দারা গ্রীষ্মের মতো উত্তাপ অনুভব করেছেন।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আবহাওয়ার এল নিনো দশার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।