আলুর শয়তানি ধরতে পুরস্কার ঘোষণা


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

ক্যানাডার পুলিশ আলু নিয়ে অর্ন্তঘাত সমস্যা সমাধান করার চেষ্টায় হিমশিম খাচ্ছে। আলুর ভেতরে সূঁচ পাওয়ার বেশ কয়েকটি ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন এবং অপরাধীকে ধরতে তারা এক লক্ষ ক্যানাডীয় ডলার (৮৭ হাজার মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছে।

বিবিসির মনিটরিং বিভাগ ক্যানাডার `দ্য নিউজ` ওয়েবসাইটকে উদ্ধৃত করে জানিয়েছে আলুর মধ্যে সূঁচ পাওয়ার ঘটনা প্রথম ঘটে অক্টোবর মাসে।

রয়্যাল ক্যানাডীয় মাউন্টেড পুলিশ বলছে, দেখে মনে হচ্ছে আলুর ভেতরে ইচ্ছা করে সূঁচ ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এ পর্যন্ত এরকম দশটি আলু পাওয়া গেছে এবং প্রতিটি আলুই এসেছে পূর্বাঞ্চলীয় প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রদেশের একই খামার থেকে।

প্রথমে অপরাধীকে ধরার জন্য ৫০ হাজার ক্যানাডীয় ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

কাজেই এলাকার আলু ব্যবসায়ী এবং স্থানীয় সরকার প্রশাসন পুরস্কারের অর্থ বাড়িয়ে দ্বিগুণ করেছে। তারা এমনকী বলছে কেউ নাম পরিচয় গোপন রেখে কোনোরকম সূত্র দিতে পারলেও তাকে পুরস্কার দেওয়া হবে।

এই ঘটনার পর ওই এলাকার বাজার থেকে ৩ লক্ষ ৬০ হাজার কেজির বেশি ওজনের আলু তুলে নেওয়া হয়েছে। শুরু হয়েছে ব্যাপক তদন্তের কাজ।

এদিকে ‍"সূঁচ ঢোকানো আলু`` বাছাই করতে এক্স-রে মেশিন এবং মেটাল ডিটেক্টার যন্ত্র ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাশানাল পোস্ট নামে সংবাদমাধ্যম। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।