রোজায় কষ্ট হচ্ছে না সোলায়মান সেলিমের

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে আদালতের কাঠগড়ায় তোলা হয় আজ।
এদিন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় দুজনকে আদালতের কাঠগড়ায় তোলা হয়।
এরপর নিজ আইনজীবীর সঙ্গে কথা বলতে থাকেন সালমান এফ রহমান। কিছুসময় পর এজলাসে বিচারক উপস্থিত হলে কাঠগড়ায় দাঁড়িয়ে হাত দিয়ে দাঁড়ি টেনে মুখের মধ্যে নিয়ে কামড়াতে থাকেন সালমান এফ রহমান। পরে ভাটারা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।
এরপর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তাকে আদালতের কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। এসময় মাথা নিচু করে হেঁটে যান তিনি।
এদিকে আজ বৈষম্যবিরোধী আন্দোলনে লালবাগ থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। এরপর কাঠগড়ায় থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এসময় এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, কারাগারে রোজা রাখতে কষ্ট হচ্ছে কি না? এসময় তিনি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেন। পরে মাথা নিচু করে হাজতখানায় প্রবেশ করেন।
আরও পড়ুন
- পলক ও ২ ছাত্রলীগ নেতা ফের রিমান্ডে
- হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আতিকুল-মহিবুল
- মাদরাসার ছাত্র হত্যা: সাবেক এমপি সোলাইমান সেলিম রিমান্ডে
সোলায়মান সেলিমকে রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পলায়নের একদিন পর গত বছরের ৬ আগস্ট ভোরে লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদরাসাছাত্র শাহেনুর রহমান (১৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ১৪ নভেম্বর গভীর রাতে ঢাকার গুলশান এলাকা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে অনেকগুলো হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন তিনি।
এদিকে গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ।
এমআইএন/বিএ/এমএস