অসীম-অপু উকিল দম্পতির ১৪ ফ্ল্যাট ও ৫ দোকান দেখভালে রিসিভার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৪ মে ২০২৫
অসীম কুমার ও তার স্ত্রী অপু উকিল

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের জব্দ করা ১৪টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ অক্টোবর অসীম কুমার ও অপু উকিলের সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- ধানমন্ডির ১১ নম্বর রোডে অবস্থিত এক হাজার ৯৭৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, যেখানে তারা বসবাস করেন।

এছাড়া উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের থাকা ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলে অবস্থিত ৫টি দোকানও জব্দ করা হয়। এ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার স্বার্থে আইনানুযায়ী রিসিভার নিয়োগের আবেদন জানায় দুদক।

এমআইএন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।