সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৫ মে ২০২৫
কাজিম উদ্দিন আহম্মেদ ওরফে ধনু/ ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফ ধনুকে কারাগারে পাঠানো হয়েছে। আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফকে গুলি করে হত্যার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৫ মে) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আসামিপক্ষে কোনো জামিনের আবেদন ছিল না। যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো.শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৪ মে) দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে কাজিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার এজাহারনামীয় ১৪ নম্বর আসামি কাজিম উদ্দিন।

এমআইএন/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।