ফৌজদারি মামলার প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ এএম, ২২ মে ২০২৫

ফৌজদারি মামলা পরিচালনা বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল এম ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) উদ্যোগে বুধবার (২১ মে) বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-ডুলার সভাপতি শেখ আলী আহমেদ খোকন। আর অনুষ্ঠানে মূল আলোচনা ও প্রশ্নের জবাব দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান।

jagonews24

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি শাহজাহান সাজু, সাবেক সভাপতি মনজুর শাহনেওয়াজ টিপু, সম্পাদক কাজী জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ। প্রশিক্ষণ সেশনে কয়েকশ আইনজীবী অংশ নেন।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।