রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে করা মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২২ মে ২০২৫
সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা/ফাইল ছবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২১ মে) অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একইসঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারার মামলা করা হয়েছিল। তবে নতুন অধ্যাদেশে এই ধারার অভিযোগ নেই। এজন্য এ মামলা খারিজের আদেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, বিগত আইনের যেসব ধারা নতুন আইনে সংযোজিত হয়নি, সেসব ধারার সব মামলা খারিজ হয়ে যাবে।

জানা যায়, ৩ মার্চ ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসাইন। আদালত এ নালিশি মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার এ মামলার ধার্য তারিখ ছিল।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আসামি সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা ১৭ ফেব্রুয়ারি আল্লাহকে গালিগালাজ করা সম্বলিত একটি কবিতা ফেসবুকে পোস্ট দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাদী ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে তিনি গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় মামলা করতে যান। কিন্তু থানা-পুলিশ মামলা না নেওয়ায় তিনি সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা করেন।

এমআইএন/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।