ফার গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৫ জুলাই ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কাজ চলমান থাকায় ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ ৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

অন্যরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউসুফ ভূইয়া।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যদের বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করে বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। সেজন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সহকারী পরিচালক তানজিল হাসান ফার গ্রুপের ফারুকের নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকের বিরুদ্ধে পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যে কোন সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

এমআইএন/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।