ধরলার তীরে ‘ডিসি পার্ক’

কুড়িগ্রামের ডিসি ও চার সচিবসহ সাতজনকে আইনি নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০১ আগস্ট ২০২৫
প্রস্তাবিত ‘ডিসি পার্ক’/ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে নদী তীরে সরকারি জায়গা ও ব্যয় বরাদ্দে প্রস্তাবিত ‘ডিসি পার্ক’ নির্মাণ এবং নামকরণে আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ এনে জেলা প্রশাসকসহ (ডিসি) সাত কর্মকর্তার প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) কুড়িগ্রাম জেলার এক বাসিন্দার পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। বৃহস্পতিবার (৩১ জুলাই) আইনজীবী নিজেই জাগো নিউজকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

ইশরাত হাসান বলেন, লিগ্যাল নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রধান প্রকৌশলী, রংপুর বিভাগীয় কমিশনার ও কুড়িগ্রামের জেলার জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ একর জমির মধ্যে ১৬ একর জমিতে ‘ডিসি পার্ক’ নির্মাণ প্রকল্প শুরু হলেও জমি হস্তান্তর বা মন্ত্রণালয়ের অনুমোদন নেই। ‘ডিসি’ নামে সরকারি জমিতে এমন প্রকল্প শুরু করা আইনি ও প্রশাসনিক অনিয়ম।

আরও বলা হয়, প্রকল্পের নামকরণেও স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও জনমত উপেক্ষা করা হয়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের প্রশ্নও উঠে এসেছে। নোটিশে পার্ক নির্মাণে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকল্পের নামকরণে স্থানীয় জনমত, ঐতিহ্য ও সুশীল সমাজের মতামত নিতে বলা হয়েছে।

আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘সরকারি কর্মচারী হিসেবে ডিসি রাষ্ট্রের আইন ও নিয়মনীতি মেনে চলবেন। সরকারি জায়গায় সরকারি কর্মচারীর পদের নামে (ডিসি পার্ক) পার্কের নামকরণ করার কোনো আইনি ভিত্তি নেই। এটা ক্ষমতার অপব্যবহারের শামিল। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।’

এফএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।