অনলাইন কজ-লিস্ট ব্যবহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২০ মে ২০১৯

ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, আজ (১৯ মে, সোমবার) থেকে পিএস প্লেট সরবরাহ না হওয়া পর্যন্ত সরকারি প্রিন্টিং প্রেস সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণ করতে পারছে না।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই স্মারকে একই সঙ্গে দৈনিক কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরকে অনুরোধ করা হয়েছে।

স্মারকে বলা হয়, সরকারি প্রিন্টিং প্রেস থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণ হয়। এ কজ-লিস্ট এতদিন ১০০ ফর্মা হতো। বর্তমানে তা গড়ে ১৩০ ফর্মা হচ্ছে। ফর্মা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পিএস প্লেটের সঙ্কট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পিএস প্লেট সরবরাহ নিশ্চিত করতে আরও ১৫ দিন সময় লাগবে।

এ অবস্থায় হাইকোর্ট বিভাগের কজ-লিস্ট মুদ্রণ এই সময়ে সম্ভব হবে না বলে সরকারি প্রিন্টিং প্রেস এক পত্রে জানিয়েছে। আজ (১৯ মে, সোমবার) থেকে পিএস প্লেট সরবরাহ না হওয়া পর্যন্ত সরকারি প্রিন্টিং প্রেস সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণ করতে পারছে না। এ জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট তথা দৈনন্দিন কার্যতালিকা ব্যবহার তথা অনুসরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।