ভার্চুয়ালি প্রতি কার্যদিবসেই চলবে আপিল বিভাগ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সপ্তাহে পাঁচদিন ভার্চুয়ালি মামলার শুনানি চলবে। করোনা মহামারির পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই সিদ্ধান্ত নেন।
১ জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিলে থাকা মামলার নিয়মিত কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সোমবার (৩১ মে) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার উদ্ভূত পরিস্থিতিতে ১ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়ালি (প্রধান বিচারপতির নেতৃত্বাধীন) আপিল বিভাগের এক নম্বর কোর্ট মামলার কার্যক্রম পরিচালিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত আপিল বিভাগের মামলার শুনানি চলবে। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি হবে।
এফএইচ/জেডএইচ/এমকেএইচ