বিচার বিভাগকে কাঙ্ক্ষিত স্বাধীনতা দেওয়া হয়েছে: প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৮ ডিসেম্বর ২০২২
ছবি: পিআইডি

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে বিচার বিভাগ সচেষ্ট আছে এবং থাকবে বলে জানিয়েছেন প্রধানি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগকে কাঙ্ক্ষিত স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিম কোর্ট আয়োজিত সংবিধান প্রবর্তন ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘মনে রাখতে হবে সাংবিধানিক অনুশাসনের আওতায় থেকে রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ তার নিজ নিজ দায়িত্ব পালন করবে, এটাই সংবিধানের অন্তর্নিহিত চেতনা।’

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমাদের সংবিধানের সঙ্গে মিশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের রক্ত। সংবিধানের রক্ষক ও পৃষ্ঠপোষক হিসেবে বিচার বিভাগের সঙ্গে নাগরিকদের একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘সংবিধান ও আইন অনুযায়ী- রাষ্ট্র পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করে থাকে সুপ্রিম কোর্ট। বিভিন্ন সাংবিধানিক সংকটে বিচার বিভাগ তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।’

সংবিধানের ৫০ বছর উপলক্ষে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘এসব অনুষ্ঠান সংবিধান এবং ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে শুধুমাত্র অবহিত, অবগতই করবে না বরং অনুপ্রাণিত করবে। আমাদের প্রত্যাশা সুপ্রিম কোর্ট সব ক্ষেত্রে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে অবিচল থাকবে।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান প্রমুখ।

এসময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট (উভয়) বিভাগের বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজরা উপস্থিত ছিলেন।

এফএইচ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।