প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রতিবন্ধীদের নিয়োগের দাবিতে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক প্রতিবন্ধী চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট করেছেন।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক প্রতিবন্ধী প্রার্থীর পক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রিটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতিবন্ধীদের নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

এর আগে গত রোববার (১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্বে বাদ পড়া চাকরিপ্রার্থীরা এই মানববন্ধন করেন।

সেদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত পর্বে বাদ পড়া শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ফাহিম মোহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার জন নেওয়া হলেও প্রতিবন্ধী প্রার্থীদের নেওয়া হয়নি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চূড়ান্ত ফলাফলে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের স্থান হয়নি।

এফএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।