মোশতাককে শ্রদ্ধা
ঢাবি শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতি, আপিল শুনানি বৃহস্পতিবার

খন্দকার মোশতাক আহমদকে ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ায় অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সাময়িক অব্যাহতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই অব্যাহতি স্থগিত করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাবি কর্তৃপক্ষ। যার শুনানি হবে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি)।
সোমবার (৩০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন।
আরও পড়ুন: মোশতাককে ঢাবি শিক্ষক সমিতির সভাপতির ‘শ্রদ্ধা’, পরে প্রত্যাহার
ড. মো. রহমত উল্লাহ ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আইন অনুষদের ডিন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।
এর আগে গত বছরের ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে তখন সমালোচনা শুরু হয়।
আরও পড়ুন: মোশতাককে ‘শ্রদ্ধা’: রহমত উল্লাহর বক্তব্যে বিব্রত নীল দল
এরপর একই বছরের ২০ এপ্রিল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় রহমত উল্লাহকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত হয়। ফলে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি পান তিনি।
রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নীল দলের প্যানেল থেকে তিনি শিক্ষক সমিতির সভাপতির পাশাপাশি আইন অনুষদের ডিনও নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন: রহমত উল্লাহকে ঢাবির প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি
এফএইচ/জেডএইচ/জেআইএম