জামিন পেলেন যুবদল সভাপতি টুকু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

২০১৩ ও ২০২২ সালে পল্টন থানায় করা পৃথক দুই মামলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে টুকুর মুক্তিতে আপাতত কোনো বাধা নেই বলে জাগো নিউজকে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।

একই সঙ্গে আসামির নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ টুকুর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।

সুমন জানান, রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে গত বছরের ৩ ডিসেম্বর রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশ সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করে। ২০১৩ সালের ৬ মার্চ পল্টন থানার মামলায় তিনি এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন।

তিনি আরও জানান, ২০২২ সালের ২৬ মে পল্টন থানায় অন্য একটি মামলা হয়। সে মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। তাকে শ্যোন অ্যারেস্ট বা সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

এ দুই মামলায় হাইকোর্ট আজ সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন। এই জামিনের ফলে তার কারামুক্তিতে বাধা নেই।

এফএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।