বায়ুদূষণ কমাতে পরিবেশ সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

অস্বাস্থ্যকর থাকে ঢাকা মহানগরীর বাতাস। মাঝেমধ্যে এটা ‘বিপজ্জনক’ পর্যায়ে গিয়ে ঠেকে। রাজধানীর এ বায়ুদূষণ কমাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পর্যবেক্ষণ ও প্রয়োগ), অধিদপ্তরের উপ-রিচালক (বায়ুর মান ব্যবস্থাপনা) এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটির করপোরেশনের প্রধান দুই নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আতিকুর রহমান লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠনোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজে।

নোটিশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আইনজীবী আতিকুর রহমান বলেন, বায়ু দূষণের কারণে গত এক মাস ধরে আমি চরম শ্বাস কষ্টে ভুগছি। এছাড়া বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণে ঢাকা এখন পৃথিবীর সব শহর থেকে এক নম্বরে অবস্থান করছে। অথচ বায়ু দূষণরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

অথচ সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নাগরিকদের জন্য পরিবেশ রক্ষা ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার কথা বলা আছে।

তাই বায়ু দূষণ কমিয়ে নির্মল পরিবেশ তৈরি না করাটা সংবিধান পরিপন্থি বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে বায়ু দূষণরোধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী রোববার (৫ জানুয়ারি) তা জানাতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেশের বায়ু দূষণের মানমাত্রা বিবেচনায় বছরের বেশির ভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ থাকে রাজধানী ঢাকার বাতাস। মাঝেমধ্যে এটা ‘বিপজ্জনক’ পর্যায়ে গিয়েও ঠেকে। বিশেষত শীতকালে বায়ুদূষণ পরিস্থিতি থাকে সবচেয়ে খারাপ। ৪৮ দিন ছাড়া বছরের বাকি সময় (৩১৭ দিন) ঢাকার বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্মল বায়ুর মানমাত্রার চেয়ে খারাপ থাকে। এক গবেষণায় উঠে এসেছে, স্বাভাবিক সময়ের চেয়ে শীতকালে ঢাকার বাতাস ১৬ গুণ বেশি দূষিত থাকছে।

এফএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।