হাইকোর্টের বিচারপতির হস্তক্ষেপে চিকিৎসা পেল ঈগল পাখি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর কাকরাইলে বিচারপতি ভবনের ওয়াকওয়েতে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে আহত হয়ে পড়েছিল একটি ঈগল পাখি। প্রাতভ্রমণের সময় আহত অবস্থায় পাখিটিকে দেখতে পান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল।

তিনি সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে পাখিটি উদ্ধার করে ফুলাবাড়িয়ার কাজী আলাউদ্দিন রোডে কেন্দ্রীয় পশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর বন বিভাগের কাছে পাখিটিকে হস্তান্তর করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান।

কর্মকর্তারা জানান, আহত পাখিটিকে পশু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ঈগল পাখি বলে শনাক্ত করেন। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটিকে হাইকোর্টে নিয়ে আসা হয়। এরপর পাখিটি পর্যবেক্ষণের জন্য বন বিভাগের কর্মকর্তারা হাইকোর্টে আসেন। পরে বিকেল ৩টার দিকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বণ্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিকের কাছে ঈগল পাখিটি হস্তান্তর করেন। এসময় সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেন মুন্সী মো. মশিয়ার রহমান।

এফএইচ/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।