৪৫ মামলার সাতটিতে জামিন পেলেন রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া মোট ৪৫ মামলার মধ্যে সাতটিতে জামিন পেলেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌস শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। রিজভীর জামিন শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ। তাকে সহযোগিতা করেন শেখ শাকিল আহম্মেদ রিপন।

আরও পড়ুন: কারাগারে থেকেই আইনের মাস্টার্স পরীক্ষায় বসছেন রিজভী

রিজভীর আইনজীবী শেখ শাকিল আহম্মেদ বলেন, ২০১৫ সালে মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় রিজভীর জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়না করেন। এ মামলাটি অভিযোগ গঠনের জন্য রয়েছে। এ মামলায় জামিন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: রিজভীর স্বাস্থ্য নিয়ে পরিবারের উদ্বেগ

২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলার রিজভীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে।

জেএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।