৩ শিশুকে নির্যাতন

হাইকোর্টে পৌর মেয়র হালিম সিকদারের আগাম জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
মেয়র হালিম সিকদার

চুরির অভিযোগে তিন শিশুকে মাথার চুল কেটে হাত বেঁধে গ্রাম ঘুরিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন: ৩ মাদরাসাছাত্রের চুল কাটার ঘটনায় মেয়রের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়া জামিনের বিষয়টি জানিয়েছেন।

চুরির অপবাদ দিয়ে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রী বাসস্ট্যান্ডে তিন শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হালিম সিকদারের বিরুদ্ধে।

ভুক্তভোগী এক শিশুর অভিভাবকের করা শিশু আইনের মামলার এজাহারে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে মেয়র হালিমের বাড়ির পেছনে মেশিনের যন্ত্রাংশ রাখা ছিল। ওই পথে যাওয়ার সময় তিন শিশু কিছু যন্ত্রাংশ খুলে হাতে নেয়। পরে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র তাদের স্থানীয় রামচন্দ্রী বাজারে নিতে নির্দেশ দেন। পরে তিন শিশুকে হাত বেঁধে ওই বাজারে উৎপলের সেলুনে নেওয়া হয়। এসময় মেয়র নিজে ওই সেলুনে বসে সেভ করছিলেন।

আরও পড়ুন: চুরির অভিযোগে ৩ মাদরাসাছাত্রের চুল কেটে দিলেন মেয়র

এরই এক পর্যায়ে তিন শিশুর চুল এলোমেলোভাবে কেটে দেওয়া হয়। খবর পেয়ে তাদের পরিবারের লোকজন বাজারে গিয়ে শিশুদের হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এফএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।