সুপ্রিম কোর্ট বারে সদস্যভুক্তির সাক্ষাৎকার শুরু ৪ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২২ মার্চ ২০২৩

গত বছর (২০২২ সালে) যেসব আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সনদ পেয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হতে তাদের সাক্ষাৎকার শুরু হচ্ছে। আগামী ৪ এপ্রিল থেকে সাক্ষাৎকার শুরু হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, যেসব অ্যাডভোকেট ২০২২ সালে হাইকোর্ট সনদ প্রাপ্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির জন্য আগামী ২৮ মার্চ পর্যন্ত ফরম বিতরণ এবং জমা দেওয়া যাবে।

যেসব আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এবং দেবেন, সমিতির সভাকক্ষে ধারাবাহিকভাবে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ৪ এপ্রিল থেকে সাক্ষাৎকার শুরু হবে।

এ সময়ে শনিবার বেলা ১১টা থেকে এবং রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে।

খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।