আইনজীবী হলেন আরও ১৯ জন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার স্থগিত করা ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে আরও ১৯ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। এখন থেকে তারা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।
এনরোলমেন্ট কমিটির নির্দেশে বৃহস্পতিবার (২৫ মে) সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
গত ১২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ২০ জনের ফলাফল স্থগিত রাখা হয়। এর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ফলে উত্তীর্ণ এসব প্রার্থীরা দেশের যেকোন (অধস্তন) আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদের ৬ মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে হবে।
এফএইচ/এমএএইচ/এএসএম