করোনার নতুন ভ্যারিয়েন্ট: আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৭ জুন ২০২৫

 

ডা. রিফাত আল মাজিদ ভূইয়া
বর্তমানে দেশে ও বিশ্বজুড়ে আবারও কিছু এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময়মতো সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ভয় নয়, বরং দায়িত্ববান আচরণই পারে এই সংকট মোকাবেলা করতে। আসুন করোনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় কিছু গুরুত্বপূর্ণ দিক জেনে নেওয়া যাক-

যা করবেন

অপ্রয়োজনে বাসা থেকে বের হবেন না
যেহেতু অধিকাংশ বাচ্চাদের টিকা দেওয়া নেই তাই তারা একটু বেশি ঝুঁকিপূর্ণ। কাজেই বাচ্চাদের নিয়ে শপিং করা বা বাইরে বেড়ানো আপাতত বন্ধ রাখা জরুরি। ভিড় এড়িয়ে চলুন, বাচ্চা ও বৃদ্ধদেরকেও ভিড় মুক্ত রাখা উচিত। জরুরি কাজ ব্যাতিত বাইরে আনা ঠিক হবে না। বাইরে বের হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মাস্ক ব্যবহার করুন
ভিড়যুক্ত স্থান, হাসপাতাল বা গণপরিবহনে গেলে অবশ্যই ভালো মানের মাস্ক (যেমন N95 বা 3-প্লাই মাস্ক) পরুন।

নিয়মিত হাত ধোয়া
সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুতে হবে। বাইরে থেকে এলে, খাবার খাওয়ার আগে বা পরে।

হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন
কাশি বা হাঁচির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকুন।

টিকা নেওয়া থাকলে বুস্টার ডোজ নেওয়া
যারা এখনো বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন। নতুন ভ্যারিয়েন্ট অনুযায়ী টিকা নেওয়ার পরামর্শ অনুসরণ করুন।

স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ব্যক্তি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন
বয়স্ক, গর্ভবতী, ডায়াবেটিস বা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের বিশেষভাবে সুরক্ষা দিন।

সর্দি-জ্বর হলে বিশ্রাম ও চিকিৎসা নিন
লক্ষণ দেখা দিলে দ্রুত আইসোলেশন নিন এবং প্রয়োজনে টেস্ট করুন।

পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি, জিংক, ফলমূল ও শাকসবজি গ্রহণ করুন।

বিশ্বস্ত সূত্র থেকে তথ্য নিন
স্বাস্থ্য মন্ত্রণালয়, হু, আইইডিসিআর-এর নির্দেশনা অনুসরণ করুন। গুজবে কান দেবেন না।

যা করবেন না

>> গুজব ছড়ানো বা বিশ্বাস করা যাবে না। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ান। যাচাই না করে কিছু শেয়ার করবেন না।

>> সর্দি-কাশি নিয়ে বাইরে যাওয়া ঠিক নয়। অসুস্থ অবস্থায় অফিস বা স্কুলে যাওয়া থেকে বিরত থাকুন।

>> মাস্ক ছাড়া জনসমাগমে যাবেন না। বিশেষ করে সংক্রমণ প্রবণ এলাকায়।

>> নিজে টিকা না নিয়ে অন্যকে নিরুৎসাহিত করা যাবে না। টিকাই এখনো সবচেয়ে কার্যকর প্রতিরোধব্যবস্থা।

স্বাস্থ্যবিধি অবহেলা করবেন না। সংক্রমণ কম থাকলেও নিয়ম মেনে চলুন। ভাইরাস কিন্তু পুরোপুরি চলে যায়নি।

লেখক: চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক, ফেলো, কমিউনিটি মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।