পাম অয়েলে চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৪ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

চুলের যত্নে তেলের ব্যবহার অপরিহার্য। চুলে পুষ্টি জোগাতে, চুল নরম করতে কিংবা চুলের যাবতীয় সমস্যা দূর করতে একাধিক তেল ব্যবহার করে থাকেন। তবে জানেন কি? চুলে পাম তেল ব্যবহারে চুল হয় সুন্দর ও ঝলমলে। অনেক আগে থেকেই নারীরা তাদের চুলের যত্নে পাম অয়েল ব্যবহার করে থাকেন। পাম ফলের বীজ থেকে তৈরি এই তেলে রয়েছে একাধিক উপকারী উপাদান।

আসুন জেনে নেওয়া যাক পাম অয়েল আমাদের চুলে কী কী উপকার করে-

পাম অয়েলে চুলের যত্ন

মাথার ত্বকের ক্ষতি হতে দেয় না

লাল পাম অয়েল মাথার ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। এতে থাকা ক্যারোটিন মাথার ত্বকে সিরাম উৎপাদন বাড়িয়ে তুলতে সাহায্য করে। যার ফলে চুল শুষ্ক হয় না। এতে রুক্ষ চুলের সমস্যা দূর হয়। এছাড়া এটি সূর্যের ইউভি রশ্মির ক্ষতি থেকে মাথার ত্বককে রক্ষা করতে পারে।

চুল গভীরভাবে পরিষ্কার করে এবং মসৃণ করে

মাথার ত্বক পরিষ্কার করতে ও চুলকে মসৃণ করতে পাম অয়েল বেশ উপকারী। এই তেলে থাকা মিরিস্টিক অ্যাসিড চুল ও মাথার ত্বক পরিষ্কার করে। স্টিয়ারিক অ্যাসিড যা চুল ডিহাইড্রেটেড করে। চুল পাকার সমস্যা দূর করতে সাহায্য করে।

পাম অয়েলে চুলের যত্ন

চুল মজবুত করে

পাম অয়েলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা ভিটামিন ই সমৃদ্ধ। এটি কোষের বৃদ্ধিকে করতে সাহায্য করে। এছাড়া চুলকে দুর্বল এবং ভঙ্গুর হতে দেয় না।

জ্বালাপোড়া কমায়

লাল পাম অয়েল উচ্চমাত্রার ইমোলিয়েন্ট থাকে। ইমোলিয়েন্ট মাথার ত্বকের জ্বালাপোড়া কমায়। এছাড়া এটি চুলের আর্দ্রতা ধরে রেখে চুলকে ময়েশ্চারাইজ করে।

পাম অয়েলে চুলের যত্ন

চুলকে উজ্জ্বল করে

চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পাম অয়েলের ভূমিকা অনেক। গোসলের পর চুলে সামান্য পাম অয়েল মেখে নিলে চুল থাকবে ঝলমলে। এছাড়া চুলে জট পড়ার সমস্যা থেকে মুক্তি মিলবে।

আরও পড়ুন:

সূত্র: হেলথ শটস

এসএকেওয়াই/কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।