কাজল আগারওয়ালের সৌন্দর্যের ৫ গোপন টিপস

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৫ আগস্ট ২০২০

তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সব সময় শিরোনাম হন। তার শক্তিশালী পারফরম্যান্স, নজরকাড়া স্টাইল বা ঝলমলে ত্বকের জন্য সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তিন। বলছি কাজল আগারওয়ালের কথা। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে কাজলের আগারওয়ালের আকর্ষণীয় সৌন্দর্যের ৫টি গোপন টিপস। যা মেনে চলতে পারেন আপনিও।

হোমমেড ফেসপ্যাক
কাজল প্রায়শই তার সৌন্দর্যের কৃতিত্ব এই মায়াবী ফেস প্যাককে দেয় যা তার মা তার জন্য তৈরি করে। এটি মধু, লেবুর রস এবং দইয়ের মিশ্রণ। অভিনেত্রী এটি সময়ে সময়ে তার মুখ পরিষ্কার করতে ব্যবহার করেন।

kajol2

আমন্ডের স্ক্রাব
মুখ থেকে মৃত ত্বককে মুক্তি দিতে কাজল আমন্ডের স্ক্রাব ব্যবহার করেন। তিনি সপ্তাহে একবারে স্ক্রাব হিসাবে এটি ব্যবহার করেন, কয়েক মিনিট ধরে রাখেন এবং মুখ স্ক্রাব করার পরে ধুয়ে ফেলেন।

kajol2

নারিকেল বেইজড পণ্য
কাজল বেশিরভাগ নারিকেল বেইজড পণ্য ব্যবহার করেন যা তার ত্বকে সর্বাধিক পুষ্টি এবং হাইড্রেশন সরবরাহ করে। ত্বক ভালো রাখতে এই উপায় মেনে চলতে পারেন আপনিও।

kajol2

সিটিএম
নিজেকে দেখতে ভালো লাগুক- এমনটা যদি চান তবে আপনাকে কিছু কঠোর পরিশ্রম করতে হবে। কাজল কখনোই তার সিটিএম (ক্লিনিজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং) রুটিন মিস করেন না।

kajol2

মুলতানি মাটি
ত্বক সুন্দর রাখতে কাজল প্রতি সপ্তাহে একবার তার মুখে মুলতানি মাটি ফেস মাস্ক ব্যবহার করেন। এটি ত্বক প্রাণবন্ত রাখতে ভীষণ কার্যকরী।

এইচএন/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।