বেশি আম কিনে ঘরে সংরক্ষণের ক্ষেত্রে যা মানা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ৩০ মে ২০২৩

চলছে মধুমাসে। বেশিরভাগ মানুষই এখন গাছ পাকা আম দেশের বিভিন্ন স্থান থেকে আম কিনছেন। কেউ হয়তো অনলাইনে আবার কেউ পরিচিতদের মাধ্যমে একসঙ্গে বেশি করে আম কিনছেন।

তবে আম হাতে পাওয়ার পর সেগুলো কীভাবে সংরক্ষণ করবেন তা হয়তো অনেকেরই অজানা। সঠিক সংরক্ষণের অভাবে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যেত পারে বা বেশি পেকে যেতে পারে। এক্ষেত্রে কী করণীয় চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: কৃত্রিমভাবে পাকানো আম চেনার ৫ উপায়

>> আম হাতে পাবার পরপরই যত দ্রুত সম্ভব ক্যারেট/বক্স থেকে বের করে ফেলুন।

>> আম সরাসরি মেঝেতে না রেখে পরিষ্কার খড়, চটের বস্তা বা পেপার বিছিয়ে তার উপরে রাখুন।

>> কোনো অবস্থাতেই একসঙ্গে সব আম মেঝেতে ঢালবেন না। হাত দিয়ে একটা একটা করে রাখবেন।

বেশি আম কিনে ঘরে সংরক্ষণের ক্ষেত্রে যা মানা জরুরি

>> আম রাখার সময় খেয়াল রাখতে হকে কোনো অংশে যাতে আঘাত না লাগে। যদি আঘাত লাগে তাহলে সেই অংশ কালো হয়ে পচন ধরে, যা পরে খাওয়ার উপযুক্ত থাকে না।

আরও পড়ুন: আম খাওয়ার আগে ভিজিয়ে রাখা উচিত কেন?

>> ছায়াযুক্ত স্থানে আম রাখতে হকে, যেখানে রোদ লাগবে না।

>> ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আম সংরক্ষণ করতে হবে।

>> ভালো আম পাকার পরে হলুদ রং হবে, কখনো সাদা রং হয় না।

বেশি আম কিনে ঘরে সংরক্ষণের ক্ষেত্রে যা মানা জরুরি

>> আম পেকেছে কি না তা বুঝতে এর গায়ে চাপ না দিয়ে বরং নাকের কাছে নিয়ে গন্ধ নিন। আম পাকলে মিষ্টি একটা গন্ধ নাকে পাবেন।

আরও পড়ুন: আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে হতে পারে বিপদ

>> আমের বোঁটায় যে আঠা জমে থাকে তা না ধুয়ে খেলে মুখ চুলকাতে পারে। এমনকি চুলকানোর স্থানে ঘা পর্যন্ত হতে পারে। তাই সতর্ক থাকুন।

>> আম বহনের ক্ষেত্রে পলিথিন ব্যবহার করবেন না। আম বেশি হলে কাগজের কার্টুন, কাঠের বাক্স বা প্ল্যাস্টিকের ক্যারেটে বহন করুন।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।