আর্টিজ্যানে ঈদুল আজহার কালেকশন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৩ জুন ২০২৩

ঈদুল আজহা উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পলো শার্ট ও টি-শার্ট। এ সময়ের আবহাওয়া উপযোগী কালারফুল ডিজাইনের এসব কালেকশন তৈরি করা হয়েছে সুতিসহ আরামদায়ক কাপড়ে।

কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে বৈচিত্র্য। পোশাকগুলো কেনা যাবে পাইকারি ও খুচরা। ঢাকায় আর্টিজ্যানের শোরুম শাহবাগের আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলা ও তৃতীয় তলায়। মিরপুরের দক্ষিণ পিরেরবাগে আরও একটি শোরুম আছে।

আরও পড়ুন: গরমে যেসব পোশাক পরলে আরাম পাওয়া যাবে

এছাড়া টাঙ্গাইলের জেলা সদর রোডের প্রি-ক্যাডেট স্কুল মার্কেট, হবিগঞ্জের টাউন হল রোড, কুষ্টিয়ার চাঁদ মোহাম্মদ রোডের থানাপাড়া এবং খুলনার সোনাডাঙ্গায় শোরুম আছে।

চাইলে যোগাযোগ করা যাবে ০১৯১৯৯৯১৮০১ নম্বরে। ফেসবুকের মাধ্যমে (এই লিংক artizan fashion) থেকেও কেনা যাবে পছন্দের পোশাকটি।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।