ইফতারে রাখুন স্বাস্থ্যকর বেলের শরবত
এবারের রমজান শুরুর আবহাওয়া ছিল আরামদায়ক। তবে আস্তে আস্তে বাড়ছে গরম। আর এই গরমে সারাদিন রোজা রাখার পর যদি তৃষ্ণা মেটানোর জন্য থাকে ঠান্ডা কিছু তাহলে মুহূর্তেই মিলবে প্রশান্তি। তবে খেয়াল রাখতে হবে সেই ঠান্ডা পানীয় যেন স্বাস্থ্যকর হয়। যেমন- বেলের শরবত।
কোষ্ঠকাঠিন্য, আলসার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের ব্যথা কমাতে দারুণ কার্যকরী বেল। তবে অনেকেই বেল খেতে পছন্দ করেন না। কিন্তু যখন এর শরবত বানানো হয় তখন এর স্বাদ আরও বেড়ে যায়। তাই যারা বেল খালি খেতে পছন্দ করেন না তারা বেলের শরবত খেতে পারেন। চলুন জেনে নেই বেলের শরবত বানানোর প্রক্রিয়া-
- আরও পড়ুন
- ইফতারে প্রাণ জুড়াবে বরিশালের ঐতিহ্যবাহী মলিদা
- দীর্ঘসময় খালি পেটে থাকলে যেসব সমস্যা হতে পারে?
উপকরণ
একটি বেল
১০০ গ্রাম টকদই
সামান্য তেঁতুল
লবণ ও চিনি স্বাদমতো
শরবত বানানোর প্রক্রিয়া
প্রথমে পানি দিয়ে বেল ভালো করে চটকে ছেঁকে নিন। এরপর ছেঁকে নেওয়া বেলের মধ্যে টকদই, লবণ, চিনি ও তেঁতুল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্বাস্থ্যকর বেলের শরবত। এবার পরিবেশন করুন বরফ কুচি দিয়ে। অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন।
জেএস/জিকেএস