নখে রঙিন নকশা


প্রকাশিত: ০৪:২৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

মা খালাদের যুগে তারা নখ রাঙাতেন মেহেদির রঙে। নেইল পলিশের ব্যবহারও ছিল কমবেশি। পোশাকের সঙ্গে কালার ম্যাচিং করে নখ রাঙানোর চল চলে আসছে আগে থেকেই। তবে এ সময় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে নকশা, কারুকাজ আর বর্ণিল পাথরের ঝিলিকে নখের সাজ।


টিনএজার থেকে মধ্যবয়স্ক- ফ্যাশনপ্রিয় সব মেয়ের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে নখের অলঙ্করণ। গাঢ় বেজ নেইল পলিশের ওপর হালকা রঙের নকশা অথবা হালকা বেজ নেইল পলিশের ওপর গাঢ় রঙের নানা নজরকাড়া নকশা দিয়ে নখকে অনন্য করে তুলছে মেয়েরা। উপাদান হিসেবে কখনও যোগ হয়েছে অ্যাক্রেলিক গ্লিটার, মেটালিক গ্লিটার। কখনও যোগহচ্ছে ফুলেল মোটিভ, পার্ল, ক্রিস্টাল, দামি স্টোনও বাদ যাচ্ছে না।’


কাপ্তান-লেগিংস, টপস বা পশ্চিমা স্টাইলের পোশাকের সঙ্গেনখের এমন সাজ বেশ মানানসই। তবে দেশি পোশাকের সঙ্গেও মানিয়ে যায় এই সাজ। বন্ধুদের আড্ডা, বিয়ে, পার্টি, ক্লাস পার্টি বা ঘরোয়া কোনো পার্টিতে নখের এমন সাজ বেশ মানায়। তবে কোনো সেমিনার বা অফিসিয়াল পার্টিতে নখে হরেক রঙ ব্যবহার না করাই ভালো।


যেভাবে সাজাবেন
প্রথমে নখগুলোর সুন্দর একটি আকৃতি দিয়ে নিন। একটি ব্রাশ দিয়ে খুব ধীরে ধীরে নখগুলো পরিষ্কার করে নিন। নখগুলো শুকাতে কিছুক্ষণ সময় দিন। এবার আপনার পছন্দের একটি রং নিয়ে এক পরত নেইল পলিশ লাগান। পুরোপুরি শুকাতে দিন। এবার আরেক পরত নেইল পলিশ লাগান। নরম রাবারের প্যাড দিয়ে ছাঁচে আস্তে করে চাপ দিন। এবার প্যাডের নকশা আপনার নখে হালকা করে চেপে ধরুন। এর ওপর স্বচ্ছ নেইল পলিশলাগান। আপনি চাইলে ফুল কিংবা প্রজাপতির ডানায় রঙিন পাথরও লাগাতে পারেন। এরপর স্বচ্ছ নেইল পলিশ দিন। ব্যস, হয়ে গেল নখের সাজ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।