সঙ্গীকে নিয়ন্ত্রণে রাখার নেতিবাচক দিক


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

অনেকেই আছেন যারা সঙ্গীকে রাখেন কঠোর নিয়ন্ত্রণে। এটা করা যাবে না, ওটা খাওয়া যাবে না, এখানে যাবে না, অমুকের সাথে কথা বলা যাবে না। এতশত বাঁধার সম্মুখীন হয়ে ভালোবাসার মানুষটি হাঁসফাঁস করতে থাকে। আপনার এই আচরণের জন্য আপনার ভালোবাসার মানুষটি একপর্যায়ে আপনাকে ছেড়ে চলে পর্যন্ত যেতে পারেন!

জেনে নিন সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে চাওয়ার মানসিকতা থাকলে তার নেতিবাচক দিকগুলো সঙ্গীকে হারাতে পারেন। আপনি যদি অনবরত তাকে নিয়ন্ত্রণের চেষ্টায় থাকেন তাহলে হয়তো আপনার সঙ্গী অন্য কারো সঙ্গে জড়িয়েও যেতে পারেন! এই সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এটি অসুস্থতার পরিচায়ক, অন্যকে পরিচালনা করা এবং তা থেকে আনন্দ পাওয়া মোটেও সুস্থতা নয়। আপনার জোর জবরদস্তির অভ্যাস আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে।

সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে সঙ্গীকে সমান মর্যাদা দিন।আপনার সঙ্গীর মন থেকে আপনার জন্য সম্মান হারাবেআপনি যদি প্রতিনিয়তই আপনার সঙ্গীকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখেন তাহলে এক সময় তার মন থেকে আপনার জন্য আর শ্রদ্ধাবোধ থাকবে না। সম্পর্ক হতে পারে নিষ্প্রাণআপনি যদি আপনার সঙ্গীর ওপর এভাবে খবরদারি করতেই থাকেন তাহলে তা তার জন্য দমবন্ধ পরিবেশের সৃষ্টি করবে এবং আপনাদের সম্পর্ক হবে নিষ্প্রাণ।

পুরো জীবন হতে পারে দুর্বিষহযদি আপনার সম্পর্কটি সুষ্ঠু ও স্বাভাবিক না থাকে, তাহলে আপনার পুরো জীবনই ওলটপালট হয়ে যেতে পারে। কারণ সঙ্গীর সাথে সম্পর্ক আমাদের জীবনের একটি বড় অংশ দখল করে থাকে, জীবনের আনন্দময় করে তুলতে ব্যাপক ভূমিকা পালন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।