প্রিয়জনকে আজ ‘ধন্যবাদ’ জানানোর দিন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

ধন্যবাদ একটি ছোট্ট শব্দ হলেও এর মহত্ব কিন্তু বিশাল। কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশকালে ধন্যবাদ শব্দটি ব্যবহৃত হয়।

যদিও বেশিরভাগ মানুষ এখন এই শব্দের ইংরেজিই বেশি ব্যবহার করেন অর্থাৎ ‘থ্যাংক ইউ’ বলার চল বেশি।

আজ আন্তর্জাতিক ‘থ্যাংক ইউ’ দিবস। প্রিয়জন’সহ বন্ধু-বান্ধব, বাবা-মা ও শুভাকাঙ্খীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন আজ।

এক্ষেত্রে মোবাইলে ধন্যবাদ মেসেজ কিংবা কার্ড অথবা উপহার দিয়ে প্রিয়জনকে আজ ধন্যবাদ জানাতে পারেন।

ধারণা করা হয়, ধন্যবাদ শব্দটি ৪৫০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। অক্সফোর্ড ইংরেজি অভিধানে থ্যাংক ইউ এর অর্থ ব্যাখ্যা করা হয়েছে অনুকূল চিন্তা বা অনুভূতি, শুভেচ্ছা।

মধ্যযুগ থেকেই থ্যাংক ইউ বলার প্রচলন শুরু হয়। এর দ্বারা অনুগ্রহ বা পরিষেবার জন্য কারও প্রতি দয়ালু বা মনোরঞ্জন অনুভূতি প্রকাশ করা হতো।

বন্ধুদের বার্তা পাঠানোর চর্চা থেকে ১৪০০ সালের দিকে জনপ্রিয় হতে শুরু করে ‘থ্যাংক ইউ’ শব্দের ব্যবহার। তখন ইউরোপীয়রা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা কার্ড বিনিময় করত।

ইউরোপীয়রা অভিবাদন কার্ড ব্যবহার শুরু করার অনেক পরে, জার্মান লুই প্রাং মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন ১৮৭৩ সালের ক্রিসমাসে। তিনি ম্যাসাচুসেটসের বোস্টনে তার ঘাঁটি থেকে ইউরোপীয় বাজারে অভিবাদন কার্ড তৈরি ও বিক্রি করেন।

১৮৭৪ সালে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেও ক্রিসমাস কার্ড তৈরি ও বিক্রির পাশাপাশি থ্যাংক ইউ কার্ডও বিক্রি শুরু করেন। তারপর থেকে ক্রিসমাস ও ধন্যবাদ কার্ড উভয়েরই চাহিদা ছিল বছরের পর বছর।

কৃতজ্ঞতা প্রকাশে ‘থ্যাংক ইউ’ বলার অভ্যাস ১৬-১৭ শতকের বাণিজ্যিক বিপ্লবের সময় শুরু হয় বলে জানা যায়।

এটি মধ্যবিত্তদের মধ্যে জনপ্রিয় ছিল। অফিস ও দোকানে এই শব্দ বেশি ব্যবহৃত হত। বিগত ৫০০ বছর ধরে কৃতজ্ঞতা প্রকাশে থ্যাংক ইউ ব্যবহৃত হয়ে আছে, তবুও এর চল আজও কমেনি।

সূত্র: ন্যাশনাল টুডে

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।