আধ্যাত্মিক গানে কনা


প্রকাশিত: ০৩:১১ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

প্রথমবারের মতো আধ্যাত্মিক ঘরানার একটি গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। গানটির কথা হচ্ছে `মাটির ঘর বাঁশের ছাউনি, মাটির বিছানা/এই মাটি একদিন হইব সবার অচিন ঠিকানা/ওই মাটি আবার হইব কারো ফুলের বিছানা`। এর কথা লিখেছেন হুমায়ুন কবির। সুর-সঙ্গীত করেছেন মঈনুল ইসলাম খান। রোববার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে কনা বলেন, `এ ধরনের গান এর আগে কখনো গাইনি। এর কথা ও সুর বেশ চমৎকার। অনেকটা হুট করেই গানটি গেয়েছি। গানটি গাওয়ার জন্য সুবীর দা (সুবীর নন্দী) মঈনুল ইসলাম খানকে আমার নাম প্রস্তাব করেন। মঈনুল ভাই আমাকে ফোন করে গানটি গাওয়ার জন্য বলেন। গানটিতে কণ্ঠ দেয়ার সময় মনে হয়েছে, আমি এক অন্যভুবনে চলে গেছি। গানটি গেয়ে নিজেও বেশ তৃপ্তি পেয়েছি। আগামীতে গানটি কোনো একটি চলচ্চিত্র কিংবা অডিও অ্যালবামে প্রকাশ করার ইচ্ছা আছে।`

এদিকে, সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন কনা। আসিফ ইকবালের কথায় এর সুর-সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। কনার পাশাপশি এতে আরো কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও আফসানা রুনা। ইতোমধ্যে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৫ ডিসেম্বর গানটি প্রচার হবে।

অন্যদিকে, কনা বর্তমানে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ১৮ ডিসেম্বর স্টেজ শোয় অংশগ্রহণ করতে ওমান যাচ্ছেন তিনি। দেশে ফিরেই তিনি তার চতুর্থ একক অ্যালবামের কাজ শুরু করবেন। জনপ্রিয় গীতিকার ও সুরকারের সুর-সঙ্গীতে অ্যালবামটি তৈরি করছেন তিনি। আগামী বছরের মাঝামাঝিতে কনার অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।