তানজিদ শুভ্রর কবিতা

প্রিয় অক্টোবর এবং অবহেলা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৩ অক্টোবর ২০২৫

প্রিয় অক্টোবর

প্রিয় অক্টোবর,
ভেজা অশ্রুতেই তোমার শুরু,
রাতভর আকাশ কাঁদছে অঝোরে।

শিউলি মালা বুকে নিয়ে অপেক্ষা করছে ফুটপাতের শিশুটি,
তবু তুমুল বৃষ্টিতে আটকে পড়া যুগল
বসে আছে ঘরের ভেতর অবসরের নিঃশ্বাসে।

নিচতলার ছোট্ট শিশুটি জানালায় কপাল চেপে
খুঁজছে বাইসাইকেলের হাসি,
রাস্তায় জমে আছে হাঁটুসমান ময়লা জল,
যেন শহর ডুবে গেছে অশ্রুর স্রোতে।

প্রিয় অক্টোবর,
এই বৃষ্টি ভেজা ভিড়ে হারিয়ে যায়
প্রিয়তমার জন্মদিন কিংবা কোনো বিচ্ছেদের ব্যথা।
আকাশের মতোই স্মৃতির অশ্রুতে ভিজে যায়
কোনো এক যুবকের চোখ।

তার কাছে পৌঁছায় না শিউলি মালার ঘ্রাণ,
হৃদয়ের নিঃশব্দ কান্না মিলেমিশে যায় বৃষ্টির সুরে—
কী অদ্ভুত, তুমি অক্টোবর!

****

অবহেলা

আমাকে ফেলে দিও ছোট্ট নর্দমায়
যেখানে রোজকার ময়লা ফেলে
সেখানেই ডুবে থাকি নিরবে,
শহরের কোলাহলে কেউ যেন না দেখে
আমার ভাঙা মুখ, ভেজা চোখ।

ফুল ঝরে যায়, শুকিয়ে যায় কাগজ,
মানুষের মায়া হারিয়ে যায় ধোঁয়ার মতো।
আমি তবে থাকি ময়লার স্তূপে-
অপমান, অবহেলা, অভিমান মিশে
একটা নষ্ট শহুরে গন্ধের সঙ্গে।

কিন্তু কে জানে,
সেই নর্দমার জলেই
কোনোদিন জন্ম নেবে এক টুকরো সবুজ,
হয়তো অদেখা কোনো শাপলা
হয়তো লাল কৃষ্ণচূড়ার আগুন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।